• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬

মাইক্রোবাসের ধাক্কায় সাইকেল আরোহী নিহত 


জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২২, ০৮:৪৪ পিএম
মাইক্রোবাসের ধাক্কায় সাইকেল আরোহী নিহত 

জয়পুরহাটের কালাই উপজেলায় মাইক্রোবাসের ধাক্কায় আলাল হোসেন (৫০) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছে। 

সোমবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার হাজিপাড়া মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত আলাল হোসেন কালাই উপজেলার হাজিপাড়া গ্রামের মৃত আব্দুল আজিজ ফকিরের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বলেন, “আলাল হোসেন কালাই বাজার থেকে গরুর দুধ বিক্রি করে বাই সাইকেলযোগে বাড়িতে ফিরছিলেন। পথে জয়পুরহাট-বগুড়া মহাসড়কের হাজিপাড়া মোড় এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

Link copied!